ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নানা কারণেই ম্লান হতে পারে। তাই জন্মসূত্রে পাওয়া ফর্সা ত্বকও একটা সময় পর অনুজ্জ্বল হয়ে পড়ে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে হলে প্রয়োজন নিয়মিত যত্নের।একটু উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। নানা ব্যান্ডের প্রসাধনী ব্যবহার করি। কিন্তু এসব প্রসাধনীতে থাকা কেমিক্যাল আমাদের কোমল ত্বকের অনেক ক্ষতি করে। আর সেটা জেনেও সুন্দর দেখানোর জন্য আমরা কেমিক্যালের আশ্রয় নিই। তবে কেমিক্যালের আশ্রয় না নিয়েও উজ্জ্বল থাকা সম্ভব।আজকের লেখাতে থাকছে ত্বক উজ্জ্বল করতে দুধের সঙ্গে টমেটো পিউরি প্যাক।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ত্বক উজ্জ্বল করতে দুধের সঙ্গে টমেটো পিউরি প্যাকঃ
উপকরণঃ
(১) দুধ
(৩) টমেটো
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) পরিমাণ মতো দুধের সঙ্গে টমেটো পিউরি মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে ফেলুন৷
(২) সারা রাত এই পেস্টটি লাগিয়ে রাখলে খুবই উপকারী৷ যদি তা সম্ভব না হয় তাহলে বেশ অনেকক্ষণ লাগিয়ে রাখুন৷ সকালে মুখ ধুয়ে ফেলুন।
আপনার ত্বকের ট্যান উঠবে আর উজ্জ্বলও হবে৷ তাহলে দেরি কেনো আজই ব্যবহার করুন ত্বক উজ্জ্বল করতে দুধের সঙ্গে টমেটো পিউরি।