কনুই-হাঁটুর কালো দাগ দূর করতে কাঁচা হলুদ | 20fours
logo
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৮ ১১:৪১
কনুই-হাঁটুর কালো দাগ দূর করতে কাঁচা হলুদ
কনুই-হাঁটুর কালো দাগ দূর করতে কাঁচা হলুদ
20fours Desk

কনুই-হাঁটুর কালো দাগ দূর করতে কাঁচা হলুদ

কনুই ও হাঁটুর কালো দাগ নেই এমন মানুষ হয়ত কমই আছে। যারা একটু উজ্জ্বল ত্বকের যারা তারাও এই বাজে দাগ থেকে রক্ষা পায়না। শরীরের এই দু জায়গার কালো দাগ খুব জেদি। আপনি যতই একে ঘষা-মাজা করেন না কেন একদিনে কখনই এই দাগ দূর করতে পারবেন না। তাই শরীরের এই বিশেষ জায়গার যত্ন নিতে হয় বিশেষভাবে। প্রতিদিন যদি একটু একটু করে এর জায়গার যত্ন নেয়া হয়, তবে এই দাগ চলে যাবে অবশ্যই। আবার অনেকে অনেক দামি দামি পণ্য ব্যবহার করেও থাকে। কিন্তু এর জন্য দাগ দূর করা পণ্যে কাজ হয় না। তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য কনুই-হাঁটুর কালো দাগ দূর করতে কাঁচা হলুদ এর একটি প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কনুই-হাঁটুর কালো দাগ দূর করতে কাঁচা হলুদ এর প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) কাঁচা হলুদ গুড়ো পরিমাণমত
(২) দুধ পরিমাণমত
(৩) মধু পরিমাণমত

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে একটি বাটিতে সব গুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে একটি প্যাক তৈরি করে নিন।

(২) প্যাক তৈরি হয়ে গেলে তা আপনার কনুই-হাঁটুর কালো দাগের উপর লাগিয়ে ২০ মিনিট ম্যাসাজ করে নিন। এবং ম্যাসাজ করা হয়ে গেলে তারপরে ধুয়ে ফেলুন।

এভাবে নিয়মিত ব্যবহার করুন এই প্যাকটি দেখবেন আপনার কনুই-হাঁটুর কালো দাগ দূর হয়ে যাবে খুব জলদি। তাহলে আর দেরি কেনো গাদা গাদা টাকা খরচ না করে ঘরেই এই পদ্ধতিটা ট্রাই করে দেখুন।