আজকাল খুব বেড়ে গিয়েছে টাক পড়ার হার। একেবারে টাক না হয়ে গেলেও চুল পড়া ও পাতলা হয়ে যাওয়ার সমস্যা আছে আজকাল প্রায় সবারই। প্রতিদিনের ব্যস্ত জীবন ও পরিবেশ দূষণ সবার আগে কেড়ে নিচ্ছে চুলের সৌন্দর্য। ঘন ও কালো চুল পাওয়া যেন রীতিমত ভাগ্যের ব্যাপার এখন। তাই আজকের লেখাতে থাকছে ঘন চুল পেতে আলুর রসের হেয়ার প্যাক যা চুল পড়ার পর একদম কমাবে এবং আপনি পাবেন ঘন,কালো, ঝলমলে চুল! প্রাচীনকাল থেকেই চুন ঘন কালো করার জন্য প্রাকৃতিক অনেক উপায় ব্যবহার হয়ে আসছে। আলুর রস চুলের বৃদ্ধি ঘটাতে বিশেষ কার্যকরী। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, জিঙ্ক, আয়রণ রয়েছে। এটা চুলের বৃদ্ধি ঘটায়। এছাড়া মাথার খুলিতে জমে থাকা ময়লা পরিষ্কার করে। আলুর রস ব্যবহারে চুল হয়ে ওঠে ঝলমলে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ঘন চুল পেতে আলুর রসের হেয়ার প্যাক তৈরি পদ্ধতিঃ
উপকরণঃ
(১) আলুর রস
(২) অ্যালোভেরা জেল
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে খোসাসহ ১টি আলু ভালোভাবে ধুয়ে নিন এবং এই আলু ছোট ছোট টুকরা করে কাটুন। এবার এগুলো ব্লেন্ডারে দিয়ে ভালো ভাবে পিষে নিন। বেশি ঘন হলে সামান্য পানি মিশিয়ে নিন। ২ টেবিল চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে নিন।
(২) এবার চুলের গোড়ায় ঘষে ঘষে মিশ্রণটি লাগান। আধা ঘণ্টা পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ব্যস হয়ে গেলো আপনার ঘন চুল পাওয়ার প্যাক। আলুর রস ব্যবহার করে চুলের জৌলুস ফেরানো যায় আলুর রসের তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুল যেমন দ্রুত বাড়বে, তেমনি মজবুত হবে চুলের গোড়াও।