গোলাপজাম ইংরেজি নাম Rose apple,Malya apple
গোলাপজাম বৈজ্ঞানিক নাম Syzygium jambos
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,
বর্গ Myrtales,
পরিবার Myrtaceae,
গণ Syzygium,
প্রজাতি S. jambos,
দ্বিপদী নাম Syzygium jambos L. Alston,
গোলাপজাম একটি ফলের নাম। এই গাছ মাঝারি আকৃতির। ফল হিসাবে গোলাপজাম বাংলার একটি পরিচিত ফল। খেতে অতি সুস্বাদু। অন্যান্য স্থানীয় নাম গুলো হচ্ছে Malabar plum, Rose apple ,Gulab jamun ,Jamb। গাছ লাগানোর ২/৩ বছর পর থেকেই ফল সংগ্রহ করা যায়। গোলাপজাম গাছে মাঘ-ফাল্গুন মাসে ফুল আসে এবং বৈশাখ থেকে শ্রাবণ মাসের মধ্যে ফল পাকে। গোলাপজামের ফুলও খুবই দৃষ্টিনন্দন। এই গাছ বাংলাদেশ সহ ভারত, ফিলিপাইন, চীন, ভিয়েতনামায় জন্মে। এই গাছের ছাল, পাতা ও ফল ঔষধ হিসেবে ব্যবহার করা হয় থাকে।