উলটকম্বল ইংরেজি নাম Devil’s Cotton
উলটকম্বল বৈজ্ঞানিক নাম Abroma augusta Linn
ইউনানী নাম ওলট কম্বল,
আয়ুর্বেদিক নাম ঔলট কম্বল,
পরিবার Sterculiaceae,
উলটকম্বল গুল্ম জাতীয় চিরহরিৎ গাছ। উলটকম্বল প্রায় ২ মিটার উচ্চতার বৃক্ষ বিশেষ। পাতার উপর পৃষ্ঠ রোঁয়া বিশিষ্ট।উলটকম্বল পাতার অগ্রভাগের দিকটা সরু, রং উজ্জ্বল সবুজ। পাতার বোটা ও কচি ডাল খয়েরি লাল রঙের, ডগার পাতাগুলো লম্বা আকৃতির হয়ে থাকে। গাছের বাকল শক্ত আঁশযুক্ত, পানিতে ভিজালেও নষ্ট হয় না। গাছের কাঠ নরম ও ধূসর বণের্র। নিদির্ষ্ট বয়সে এ গাছে ফুল ফোটে। এর ডাঁটা ও ছাল পানিতে কচলালে বিজল সৃষ্টি হয়। ফুল কালচে লাল বর্ণের। ফল প্রথমে সবুজ, পাকলে কালো দেখায়। ফলের ভিতর অসংখ্য রোঁয়া ও কালী জিরার মত অনেক বীজ থাকে। জুলাই-আগষ্ট মাসে বীজ সংগ্রহ করে কিছুটা রোদে শুকিয়ে এক থেকে দুই মাসের মধ্যে বীজতলায় লাগাতে হয়। ছায়া সহ্য করতে পারে বিধায় অন্য গাছের নিচে সহজেই উলটকম্বল চাষ করা যায়। বেলে-দোআঁশ মাটি চাষের জন্য উপযুক্ত। মাটি, গোবর ও ভিজা কাঠের ভুষি ২: ১: ১ অনুপাতে মিশিয়ে বীজতলা তৈরি করতে হয়। বপনের আগে বীজ দু’ঘন্টা পানিতে ভিজিয়ে নিলে বেশী পরিমাণে বীজ অঙ্কুরিত হয়। এই গাছের পাতা, ডাল ও মূলের ছাল ঔষধ হিসেবে ব্যবহার করা হয় । এই গাছ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় জন্মে ।