গাছ চিনুনঃ দাদমর্দন | 20fours
logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১০:২৮
গাছ চিনুন
গাছ চিনুনঃ দাদমর্দন
Desk

গাছ চিনুনঃ দাদমর্দন

দাদমর্দন ইংরেজি নাম Ringworm Bush

দাদমর্দন বৈজ্ঞানিক নাম Senna alata

জগৎ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,

বর্গ Fabales,

পরিবার Fabaceae,

উপপরিবার Caesalpinioideae,,

গোত্র Cassieae

উপগোত্র Cassiinae,

গণ Senna,

প্রজাতি S. alata,

দ্বিপদী নাম Senna alata (L.) Roxb,


দাদমর্দন একটি দ্রুত বর্ধনশীল নরম-কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ। এই গাছ সাধারণত ১ থেকে ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পুরু ও হলদেটে। বিশাল যৌগপত্র ১-পক্ষল, ২৫ থেকে ৬০ সেমি লম্বা, তাতে ৬ থেকে ১০ জোড়া আয়তকার, মাথা ভোঁতা পাতা থাকে। ফুল ফোটার মৌসুম সেপ্টেম্বর থেকে জানুয়ারি। ডালের আগায় ১৫ থেকে ২০ সেমি খাড়া ডাঁটায় হলুদ রঙের ফুল নিচ থেকে ওপরের দিকে ফোটে। ফুল বাদামি-হলুদ পুষ্পপুটে ঢাকা, প্রস্ফুটিত অবস্থায় মুক্ত পাপড়ি সংখ্যা ৫টি, ২ থেকে ৫ সেমি চওড়া, মাঝখানে কয়েকটি অসমান পুংকেশর। ফল ১৫ থেকে ২০ সেমি লম্বা, আপনা আপনিই ফেটে যায়। দাদমর্দন ক্যাশিয়া জাতের ফুল। সাধারণত ডোবার ধার, ক্ষেতের মধ্যবর্তী আল এবং অনাবাদি স্থানেও জন্মায়।নবীজ ডিম্বাকার ও ঠোঁটযুক্ত। এই গাছ বাংলাদেশ সহ মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় জন্মে। এই গাছ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।