গাছ চিনুনঃ জারুল | 20fours
logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৯
গাছ চিনুন
গাছ চিনুনঃ জারুল
Desk

গাছ চিনুনঃ জারুল

জারুল ইংরেজি নাম Giant Crape-myrtle, Queen's Crape-myrtle

জারুল বৈজ্ঞানিক নাম Lagerstroemia speciosa

জগৎ Plantae,

বিভাগ Magnoliophyta,

শ্রেণী Magnoliopsida,

বর্গ Myrtales,

পরিবার Lythraceae,

গণ Lagerstroemia,

প্রজাতি L. speciosa,

দ্বিপদী নাম Lagerstroemia speciosa
(এল.) পার্স,

জারুল মধ্যমাকৃতি, পএমোচী বৃক্ষ। বাংলাদেশের নিম্নভূমির একান্ত অন্তরঙ্গ তরুদের অন্যতম। জারুল গাছ ধূসর মসৃণ কাণ্ডবিশিষ্ট। জারুল গাছ ২০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর পত্র বৃহৎ, ৬-৮ ইঞ্চি দীর্ঘ, আয়তাকৃতির মসৃণ ও দেখতে গাঢ় সবুজ। এর পাতার পিঠের রঙ ঈষৎ ম্লান। এর পত্রবিন্যাস বিপ্রতীপ। মঞ্জরী অনিয়ত, শাখায়িত, বহুপৌষ্পিক ও প্রান্তিক। জারুলের ফুলের বেগুনি বর্ণ যেমন আকর্ষণীয়, তেমনি শোভন-সুন্দর তার পাঁপড়ির নমনীয় কোমলতা। ছয়টি মুক্ত পাঁপড়িতে গঠিত এর ফুল। যদিও এর রং বেগুনি, তবুও অনেক সময় এর রং সাদার কাছাকাছি এসে পৌঁছায়। বর্ষা থেকে শরৎকাল পর্যন্ত জারুল গাছে ফুল ফোটে। পাতা ও ফল একই সাথে ঝড়ে পড়ে। জারুল গাছ বাংলাদেশ সহ ভারত, চীন, মালয়েশিয়ায় এই গাছ জন্মে। এই গাছের পাতা, মূল ও শিকড় ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।