বেলি | 20fours
logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১১:০১
বেলি
বেলি
Desk

বেলি

বেলি বা বেলী (Arabian jasmine)  এর বৈজ্ঞানিক নাম Jasminum sambac। এটি জেসমিন গণের এক প্রকারের সুগন্ধী সাদা ফুল। এই প্রজাতির গাছের উচ্চতা এক মিটার হতে পারে। এদের কচি ডাল রোমশ। পাতা একক, ডিম্বাকার, ৪-৮ সেমি লম্বা হয়। পাতা গাঢ়-সবুজ এবং মসৃণ। গ্রীষ্ম ও বর্ষায় একটি থোকায় কয়েকটি ফুল ফোটে। ডালের আগায় মাঝারী আকারের থোকা, সাদা ও সুগন্ধি, দলনল ১.৫ সেমি লম্বা ও মুখ ২ সেমি চওড়া, ৫ টি পাপড়ি। ফুলের আকার ও গড়ন অনুসারে কয়েকটি জাত আছে। ফুলের আকার ও গড়ন অনুসারে অনেক হাইব্রিড রয়েছে এবং করা হচ্ছে। কলম ও শিকড় থেকে গজান চারায় চাষ করা যায়। শীতকালে ছেঁটে দেয়া লাগে এবং টবেও ভালোভাবে জন্মানো যায়।এই গাছ বাংলাদেশ সহ ভারত, দক্ষিণ-পূর্ব ইউরোপ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইরান, চীনে জন্মে। এই গাছের পাতা, ফুল ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। বেলির মূল এবং কচি পাতা থেঁতো করে সিদ্ধ করে সেবন করলে বুকে সর্দি বসলে ভালো হয়ে যায়।

২। বেলি ফুল চূর্ণ করে গরম পানির সাথে সেবন করলে কৃমি ভালো হয়।

৩। বেলির মূল সিদ্ধ করে এই ক্বাথ সেবন করলে শ্বাসকষ্টে উপকার পাওয়া যায়।

৪। বেলির মূল থেঁতো করে এই  রস আতপ চাল ধোয়া পানি ও চিনি মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়।

৫। বেলির পাতা বেটে ক্ষতের উপর প্রলেপ দিলে ক্ষত দ্রুত ভালো হয়।

৬। প্রসাব রোধ হলে বেলির পাতা বেটে পানিসহ সেবন করলে প্রসাবের বেগ আসবে।

৭। যাদের রাতে ঘুম হয় না, তারা বেলির পাতা বেটে পানিতে গুলিয়ে সেবন করলে ঘুম ভালো হয়।