গাছ চিনুনঃ কুলঞ্জন | 20fours
logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৪
গাছ চিনুন
গাছ চিনুনঃ কুলঞ্জন
Desk

গাছ চিনুনঃ কুলঞ্জন

কুলঞ্জন বৈজ্ঞানিক নাম Alpinia malaccensis
 
জগৎ Plantae,
 
শ্রেণীবিহীন Angiosperms, Monocots, Commelinids,
 
বর্গ Zingiberales,
 
পরিবার Zingiberaceae,
 
উপপরিবার Alpinioideae,
 
গোত্র Alpinieae,
 
গণ Alpinia,
 
প্রজাতি A. malaccensis,
 
দ্বিপদী নাম Alpinia malaccensis (Burm.f.) Roscoe,
 
কুলঞ্জন একটি  ভেষজ উদ্ভিদ। এর আরেকটি কাব্যিক নাম আছে -‘ হৈমবতী ‘। আমাদের দেশেও এই উদ্ভিদটি জন্মে। এই গাছ ৪ মিটার পর্যন্ত লম্বা হয়। নভেম্বর ও ডিসেম্বর মাসের দিকে ফুল আসে। এই ফুল পাতার উপর মোচাকৃতি খাপ দিয়ে ঘেরা থাকে যা গুচ্ছাকারে সাদা কুঁড়ি হিসেবে বেরিয়ে আসে। এটা দেখতে অনেকটা ক্রিসমাস ট্রি এর মতো। নিচের কুঁড়িটি প্রথম উন্মুক্ত হয়, দেখতে অনেকটা মুখের মতো যা উজ্জ্বল লাল শিরাযুক্ত। এই উদ্ভিদের পাতা জলপাই রঙের এবং এই পাতা ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই উদ্ভিদের জন্য আর্দ্র মাটি ও আবহাওয়া খুবই প্রয়োজন। এই গাছের আদি বাসস্থান ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায়। তবে বাংলাদেশে ও এটি পাওয়া যায়। কিন্তু এটি এদেশে আজ বিলুপ্ত প্রায়। এটি মূলত ঔষধি ও অরনামেন্টাল উদ্ভিদ হিসেবে চাষ করা হয়।  কুলঞ্জন গাছ ঔষধ হিসেবে ও ব্যবহার করা হয়ে থাকে।