গাছ চিনুনঃ অপরাজিতা | 20fours
logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১৩:১২
গাছ চিনুন
গাছ চিনুনঃ অপরাজিতা
Desk

গাছ চিনুনঃ অপরাজিতা

অপরাজিতা ইংরেজি নাম Butterfly pea, blue pea vine, mussel-shell climber

অপরাজিতা বৈজ্ঞানিক নাম Clitoria ternatea

জগৎ Plantae,

বিভাগ Magnoliophyta,

শ্রেণী Magnoliopsida,

বর্গ Fabales,

পরিবার Fabaceae,

উপপরিবার Faboideae,

গোত্র Cicereae,

গণ Clitoria,

প্রজাতি C. ternatea,

দ্বিপদী নাম Clitoria ternatea L.,

অপরাজিতা একটি লতানো উদ্ভিদ। লাল, নীল, হলুদ, বেগুনি, সাদা- কত রঙের ফুল আছে। এর মধ্যে নীল ফুল মানেই অপরাজিতা।গাঢ় নীল বলে একে ‘নীলকণ্ঠ’ নামেও ডাকা হয়। নীল ছাড়াও সাদা এবং হালকা বেগুনি রঙের ফুল হয়ে থাকে। ফুলের ভেতরের দিকটা সাদা বা ঈষৎ হলুদ রঙের হয়ে থাকে।এই ফুল এসেছে মালাক্কা দ্বীপ থেকে।গাছের ডাল বর্ষা কালে সেঁত স্যাঁতে মাটিতে রোপন করতে হয়, ছোট ছোট ধূসর ও কালো বর্ণের বিচি রোদে শুকিয়ে নরম মাটিত রোপন করতে হয়।  হালকা সবুজ রঙের পাতার গড়ন উপবৃত্তাকার। ঝোপজাতীয় গাছে প্রায় সারা বছর ফুল ফোটে। এই গাছ ২০ ফুট পর্যন্ত লম্বা হয়। লতা জাতীয় গাছে এক পাপড়ি ও দুই স্তর পাপড়িতে এই ফুল হয়। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন স্হানে এই গাছ জন্মে। এই গাছে ফুল, পাপড়ি, মূল ও গাছের পাতা সবই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।