আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১৫:২২
গাছ চিনুন
গাছ চিনুনঃ বহেড়া
Desk
বহেড়া ইংরেজি নাম Beharda।
বহেড়া বৈজ্ঞানিক নাম Terminalia balerica।
জগৎ Plantae,
বিভাগ Tracheophyta,
শ্রেণী Magnoliopsida,
বর্গ Myrtales,
পরিবার Combretaceae,
গণ Terminalia,
প্রজাতি Terminalia bellirica,
দ্বিপদী নাম Terminalia bellirica (Gaertn.) Roxb,
বহেড়া এক ধরনের ঔষধি ফল। বহেরা গাছ খুবই উপকারী। এর আর একটি স্হানীয় নাম রয়েছে বয়ড়া। বহেড়া গাছ খুব উঁচু হয়। এর ফল গোলাকার ধুসর বর্ণের। ফলে একটি মাএ বীজ থাকে। বীজের ভেতর থাকে শাঁস। এই গাছ ৬০-১০০ ফুট পর্যন্ত লম্বা হয়। এই গাছের পাতা দেখতে কাঁঠাল পাতার মতো মোটা আর লম্বায় প্রায় ৫ ইঞ্চি। গ্রীষ্মকালে এই গাছে ফুল আসে এবং শীতকালে বা ডিসেম্বর মাসে এর ফল পাকে। বহেড়া বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করে উপকার পাওয়া যায়। এটি বাংলাদেশ ছাড়াও ভারতের ছোটনাগপুর, বিহার, হিমাচল প্রদেশ ও মধ্যপ্রদেশে জন্মে। এটি ভেষজ হিসেবে বেশ উপকারী।