গাছ চিনুনঃ করলা | 20fours
logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩২
গাছ চিনুন
গাছ চিনুনঃ করলা
Desk

গাছ চিনুনঃ করলা

করলা ইংরেজি নাম Balsam pear।

করলা বৈজ্ঞানিক নাম Momordica charantia।

জগ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots,Rosids,

বর্গ Cucurbitales,

পরিবার Cucurbitaceae,

গণ Momordica,

প্রজাতি M. charantia,

দ্বিপদী নাম Momordica charantia Descourt,


করলা একটি বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। এর পাতার বোঁটা এক থেকে দেড় ইঞ্চি হয়ে থাকে। কর লার ফুল হলদে রঙের হয়। করলা খেতে তেতো।  করলার শরীর কাঁটার মত ওয়ার্টে ভরা। পরিণত ফল লম্বাটে, রঙ কাঁচা অবস্থায় সবুজ, পাকলে কমলা বা লাল, দৈর্ঘ্য ১২-২৫ সেন্টিমিটার (৫-১০ ইঞ্চি), প্রস্থ ৫-৭ সেমি হয়ে থাকে।সেগুলি বসন্তকালে ক্ষেতে জন্মায়। এর বীজ চৈএ বৈশাখ মাসে বোনা হয়। এই জাতীয় করলার লাতাগুলি একটু মোটা আর পাতাগুলি আকারে বড় হয়। করলার বীজ এঁটেল মাটিতে ২.৫-৫ সেমি গভীরে এবং ৯০-১২০ সেমি দূরত্বে লাগাতে হয়।করলা কেটে লবন পানিতে ডুবিয়ে রাখলে তিক্ততা কমে। করলার পাতা, মূল,ফল ও বীজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ ছাড়াও সর্বত্র করলা চাষ করা হয়ে থাকে।