মুথা | 20fours
logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৯
মুথা
মুথা
Desk

মুথা

মুথা ( Java grass) এটি একধরনের বহু বর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Cyperus rotundus। এটিপরিবার Cyperaceae Cyperus গনের একটি ঘাস। এটি সাধারণত স্যাঁতসেতে জায়গায় জন্মে।  বায়বীয় কাণ্ড, ২ ফুট পর্যন্ত উঁচু হতে দেখা যায়। মাটির নিচে রাইজোম কাণ্ড বা স্টলন কাণ্ড বিদ্যমান। রাইজোম থেকে নতুন গাছ জন্মায়। রাইজোম সুগন্ধযুক্ত। কাণ্ড লোমযুক্ত নরম পাতা দ্বারা আবৃত। পাতা দূর্বা ঘাসের পাতা হতে চওড়া এবং অসমান। এই ঘাস বাংলাদেশ সহ আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়ায় এই গাছ জন্মে। এই ঘাসের মূল ঔষধে ব্যবহার করা হয়ে থাকে।


উপকারিতা :

১। কাঁচা মুথা থেঁতে করে পানি সেদ্ধ করে এই পানি নিয়মিত কয়েকদিন সেবন করলে আমাশয় ও অজীর্ণ ভালো হয়ে যায়।

২। মুথা থেঁতো করে তার রস করুন। এই রসের সাথে পানি মিশিয়ে কুলকুচি করলে পায়োরিয়া খুব দ্রুত ভালো হয়ে যায়।

৩। বিছে অথবা বোলতা হুল ফোটালে এবং তার জন্য জ্বালা যন্ত্রণা হলে মুথা বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

৪। কিছু খেলে হজম না হলে বা পাতলা পায়খানা হলে মুথা নিয়ে তার সাথে জোয়ান থেঁতো করে গরম পানিতে ভিজিয়ে রেখে সেবন করলে উপকার পাওয়া যায়।

৫।  কোন কিছুর খোঁচা লেগে ক্ষত বা ঘা হলে মুসা রস করে ঘি দিয়ে লাগালে ঘা ভালো হয়ে যায়।

৬। মুথা সেদ্ধ করে খেলে জ্বর ও পিপাসা দুই -ই ভালো হয়।

৭। মৃগী রোগ থাকলে মুথার রস দুধের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৮। মদের নেশা বেশি হলে মুথা সেদ্ধ করে সেই পানি খাওয়ালে নেশা ভালো হয় যায়।