গাছ চিনুনঃ জামরুল | 20fours
logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ২১:২৯
গাছ চিনুন
গাছ চিনুনঃ জামরুল
Desk

গাছ চিনুনঃ জামরুল

জামরুল ইংরেজি নাম Wax Apple, Java Apple, Rose Apple, Love Apple

জামরুল বৈজ্ঞানিক নাম Syzygium samarangense

জগৎ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,

বর্গ Myrtales,

পরিবার Myrtaceae,

গণ Syzygium,

প্রজাতি S. samarangense,

দ্বিপদী নাম Syzygium samarangense (Blume) Merrill & Perry,


জামরুল আমাদের দেশের অতি পরিচিত মৌসুমী ফল। জামরুলকে আমাদের দেশে অনেকেই গোলাপজাম নামেও ডাকে। জামরুল আমাদের দেশের গ্রীষ্মকালীন ফল।  জামরুল সাদা, হালকা সবুজ, গোলাপী, লাল এবং কালো বর্ণেরও হয়। কালো বর্ণের জামরুল Black pearl নামে পরিচিত। জামরুল গাছের উচ্চতা প্রায় ১২ মিটার হয়। পাতা চিরসবুজ। পাতার দৈর্ঘ্য ১০-২৫ সে.মি. এবং ৫-১০ সে.মি. চওড়া। ফুল সাদা রঙের, পাপড়ি সংখ্যা চার, পুংকেশন অসংখ্য, ফল বেরী জাতীয়। শাখা প্রশাখায় গুচ্ছে গুচ্ছে জামরুল ফল ধরে। এটি সত্যিকার অর্থেই আদর্শ ফলবতী গাছ। একটি জামরুল গাছ থেকে প্রায় ৭০০টিরও বেশী জামরুল ফল পাওয়া যেতে পারে। সাধারণত গ্রীষ্ম-বর্ষায় জামরুল ফল বাজারে প্রচুর পরিমাণে দেখা যায় এটি বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সামোয়া, শ্রীলংকা, থাইল্যান্ড দেশে জন্মে। জামরুলের পাতা, ফুল, কান্ড সবই ঔষধি হিসেবে ব্যবহার করা হয়।