গাছ চিনুনঃ কালকাসুন্দা | 20fours
logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৮ ০৯:৫১
গাছ চিনুন
গাছ চিনুনঃ কালকাসুন্দা
Desk

গাছ চিনুনঃ কালকাসুন্দা

কালকাসুন্দা ইংরেজি নাম Sennaoccidentalis

কালকাসুন্দা বৈজ্ঞানিক নাম Cassia sophera।

সংস্কৃত নাম কাশমার।

 বাংলা নাম কালকাসুন্দা কালকাসুন্দি, কালকেসেন্দা।

জগৎ Plantae,

গণ Senna,


কালকাসুন্দা একটি বর্ষজীবী গাছ। এর সংস্কৃত নাম কাশমার। এর পএ বৃন্তে চার থেকে ছয় জোড়া পাতা হয়। পাতা হাতে নিলে একধরনের গন্ধ পাওয়া যায়। এদের ফুল হলুদ আর ফল চ্যাপ্টা হয়। এই গাছের ফল লম্বাটে শুঁটি।গাছ ৭ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।কাণ্ডের রং গাঢ় সবুজ। বেশ শক্ত। গাছের কাণ্ডের বেড় ৫ ইঞ্চি পর্যন্ত হতে পারে। কাণ্ডের নিচের দিক থেকেই অসংখ্য ডালপালা বের হয়। তাই অল্প দিনের ভেতরেই একটা গাছই একটা ছোটখাট ঝোপে পরিণত হয়। এর পাতা যৌগিক। একটা বোটায় ৫-১০ জোড়া পাতা থাকে। বোটার দৈর্ঘ্য ১০-১২ ইঞ্চি। প্রতিটা পাতার দৈর্ঘ্য ১.৫-২ ইঞ্চি। সাধারণ বর্ষা থেকে শরৎকালের মধ্যে এই গাছ জন্মায়। আর শীতের শেষ পর্যন্ত বাড়তে থাকে। বাংলাদেশ ও হিমালয় থেকে সিংহল পর্যন্ত এবং ভারতের পশ্চিমাঞ্চল থেকে মায়ানমার পর্যন্ত এই গাছ প্রচুর দেখা যায়। প্রাচীনকাল থেকে এই গাছের ডালপাল ও পাতা নানা রকম ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। তাই এই গাছের পাতা ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।