নীল গাছ | 20fours
logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৪
নীল গাছ
নীল গাছ
Desk

নীল গাছ

নীল গুল্ম জাতীয় এক প্রকারের উদ্ভিদ। এর Indigofera tinctoria Linn।এটি শীম পরিবারভুক্ত একটি উদ্ভিদ। এর অন্যান্য স্থানীয় নাম নিলিনী, রঞ্জনী, গ্রামিনিয়া, কালোকেশী, নীলপুষ্প, মধুপত্রিকা।

এই গাছের ভেষজ গুনও বিদ্যমান। প্রাচীন ভারতে আয়ুর্বেদ শাস্ত্রে নীলের আছে প্রশস্তি। আধুনিক কবিরাজি চিকিৎসায় নীলে শিকড় ও পাতার নানা অসুখে ব্যবহৃত হয়। নীল গাছ বাংলাদেশ ও সর্বত্র জন্মায়।


উপকারিতা:

১। নীল গাছের পাতার রস খেলে হুপিং কফ নিবারক হয়।

২। মূত্রাশয়ের সমস্যা হলে নীল গাছের শিকড় সিদ্ধ করে সেই পানি সেবন করলে উপকার পাওয়া যায়।

৩। নীল গাছের পাতার রস খেলে বুক ধড়ফড়ানির সমস্যা কমে যায়।

৪। নীল গাছের শিকড় সিদ্ধ করে সেই পানি সেবন করলে প্লীহা ও যকৃতবৃদ্ধি ভালো হয়।

৫। নীল গাছের পাতার রস মৃগীরোগীকে খাওয়ালে উপকার পাওয়া যায়।