উদয়পদ্ম | 20fours
logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৫
উদয়পদ্ম
উদয়পদ্ম
Desk

উদয়পদ্ম

উদয়পদ্ম ( Laural magnolia) মাঝারি আকারের চিরহরিৎ বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Magnolia grandiflora। এটি Magnoliaceaeপরিবারের একটি উদ্ভিদ। ২৭ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। কালচে বা গাঢ় সবুজ উপবৃত্তাকার পাতা রঙ। পাতা সরল একান্তর, দীর্ঘায়িত থেকে ডিম্বাকার, পুরু এবং চর্মবৎ  উপরের পৃষ্ঠে উজ্জ্বল ও চকচকে। এই পাতা দেখতে ৫ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। অনেকটা কাঁঠাল পাতার মতো। এই গাছ বাংলাদেশ ও আফ্রিকায় জন্মে।  এই গাছের পাতা, ফুল ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।


উপকারিতা:

১। উদয়পদ্ম গাছ মূলসহ থেঁতো করে তার রস গরম করে সকাল বিকেল সেবন করলে রক্ত পিওে উপকার পাওয়া যায়।

২। উদয়পদ্ম গাছের পাতার রস খেলে আমাশয় ভালো হয়।

৩। চোখ উঠলে এই গাছের ফুল ঘষে কাজলের মতো করে দিলে উপকার পাওয়া যায়।

৪। যদি দাঁত নড়তে থাকে তাহলে উদয়পদ্দর মূল চূর্ণ করে দাঁত মাজলে উপকার পাওয়া যায়।

৫। উদয়পদ্ম গাছের মূল চূর্ণ করে গরম পানি দিয়ে সেবন করলে হাঁপানি রোগ ভালো হয়।