গাছ চিনুনঃ মুথা | 20fours
logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৪
গাছ চিনুন
গাছ চিনুনঃ মুথা
Desk

গাছ চিনুনঃ মুথা

মুথা ইংরেজি নাম Java grass

মুথা বৈজ্ঞানিক নাম Cyperus rotundus

জগৎ Plantae,

বিভাগ Tracheophyta,

শ্রেণী Liliopsida,

বর্গ Poales,

পরিবার Cyperaceae,

গণ Cyperus,

প্রজাতি Cyperus rotundus,

দ্বিপদী নামCyperus rotundus L.,

মুথা এটি একধরনের বহু বর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ। এটি সাধারণত স্যাঁতসেতে জায়গায় জন্মে।  বায়বীয় কাণ্ড, ২ ফুট পর্যন্ত উঁচু হতে দেখা যায়। মাটির নিচে রাইজোম কাণ্ড বা স্টলন কাণ্ড বিদ্যমান। রাইজোম থেকে নতুন গাছ জন্মায়। রাইজোম সুগন্ধযুক্ত। কাণ্ড লোমযুক্ত নরম পাতা দ্বারা আবৃত। পাতা দূর্বা ঘাসের পাতা হতে চওড়া এবং অসমান। এই ঘাস বাংলাদেশ সহ আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়ায় এই গাছ জন্মে। এই ঘাসের মূল ঔষধে ব্যবহার করা হয়ে থাকে।