গাছ চিনুনঃ দারুহরিদ্রা | 20fours
logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৮ ১০:৫৭
গাছ চিনুন
গাছ চিনুনঃ দারুহরিদ্রা
Desk

গাছ চিনুনঃ  দারুহরিদ্রা

দারুহরিদ্রা ইংরেজি নাম Barberry

দারুহরিদ্রা বৈজ্ঞানিক নাম Berberis asiatica Roxb. Ex. Dc

জগৎ Plantae,

বিভাগ Tracheophyta,

শ্রেণী Magnoliopsida,

বর্গ Ranunculales,

পরিবার Berberidaceae,

গণ Berberis,

প্রজাতি Berberis asiatica,

দ্বিপদী নাম Berberis asiatica Roxb. ex DC.,


দারুহরিদ্রা এর শব্দের অর্থ কাষ্ঠ হরিদ্রা। এই গাছ সাধারণত ৩ -৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সমতল ভুমিতে এই গাছ দেখা যায় না। হিমালয় পর্বতের বিভিন্ন প্রান্তে এবং নীলগিরি অঞ্চলের ৩ থেকে ১১ হাজার ফুট উচ্চতায় এই গাছ জন্মায়। দারুহরিদ্রা গাছে গায়ে কাঁটায় ভরা, দেখতে মধ্যমাকৃতির, অনেকটা লেবু গাছের মত, পাতার আকার ছোট ও পুরু এবং এর কিনারা খাঁজকাটা। এর ফল দেখতে কিসমিসের মত এবং খেতে টক। গাছে ফুল ফোটে বসন্তকালে এবং ফল হয় গ্রীষ্মকালে। এই গাছ বাংলাদেশ সহ ভারত, নেপাল ও উপমহাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এই গাছ জন্মে। এই গাছের কাঠ ও শিকড় ঔষধি দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ।