গুলঞ্চ ইংরেজি নাম Guduchi and Giloy।
গুলঞ্চ বৈজ্ঞানিক নাম Tinospora sinensis।
অন্যান্য স্থানীয় নাম অমৃত,
পরিবার Menispermaceae
গুলঞ্চ এই গাছটি অন্য গাছের ওপরে বেয়ে ওঠা লতানো গাছ। তবে অনেক দিনের পুরনো হলে তা লাঠির মত মোটা হয়। কান্ডের উপরিভাগ খসখসে ফাটল যুক্ত। বিস্কুট রং এর চামড়া। পাতা পানপাতার মত হৃদয় আকৃতির এবং লম্বা বোটা যুক্ত। লম্বা সুতার মত অসংখ্য বায়ুবীয় মূল যা ঝুলন্ত কান্ড থেকে মাটি পর্যন্ত বিস্তৃত। এই গাছে গ্রীষ্মকালে ফুল ফোটে এবং শীতকালে ফল পাকে। সাধারণত দু রকম গাছ দেখা যায়। যার ডাটায় সাধারণত পদ্ম কাঁটার মত কাঁটা থাকে এবং পাতা কোমল রেশম বস্তের মত তাকে পদ্ম গুলঞ্চ বলে। আর যার পাতা মসৃন ও উজ্জ্বল, স্বাদ সামান্য তেতো, তাকে ঘোড়া গুলঞ্চ বলে। এই গাছ শ্রীলংকা, চীন, ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে পাওয়া যায়। এই গাছ ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।