গাছ চিনুনঃ গম | 20fours
logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৫
গাছ চিনুন
গাছ চিনুনঃ গম
Desk

গাছ চিনুনঃ গম

গম ইংরেজি নাম Wheat

গম বৈজ্ঞানিক নাম Triticum astivim

জগৎ Plantae,

বিভাগ Angiosperms,

শ্রেণী Monocots, Commelinids,

বর্গ Poales,

পরিবার Poaceae,

উপপরিবার Pooideae,

গোত্র Triticeae,

গণ Triticum L,


গম একটি তৃণ জাতীয় বর্ষজীবী উদ্ভিদ। গ্রীষ্ম ও অবগ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু সমৃদ্ধ অঞ্চল থেকে শুরু করে নাতিশীতোষ্ণ ও তুন্দ্রাঞ্চলীয় জলবায়ু সমৃদ্ধ অঞ্চলে গম জন্মে। এর চাষের জন্য বার্ষিক বৃষ্টিপাত ১৫-৪৫ ইঞ্চি (৩৮০-১১৪৩ মিলিমিটার) খউব উপযোগী। তবে ১০-৭০ ইঞ্চি (২৫৪-১৭৭৮ মিলিমিটার) বার্ষিক গড়পড়তা বৃষ্টিতেও গম ভালো জন্মে। গম চাষের জন্য উঁচু ও মাঝারি দো-আঁশ মাটি বেশি উপযোগী৷ লোনা মাটিতে গমের চাষ ভালো হয় না। তবে এঁটেল ও এঁটেল-দোঁআশ মাটিতেও গমের চাষ করা যায়। গমের চারা সর্বাধিক দেড় মিটার পর্যন্ত হয়ে থাকে। এর গাছগুলো সোজা লম্বা হয়। এর পাতা চেপ্টা এবং অগ্রভাগ ক্রমশ সরু হয়। পাতাগুলো ৫-৯ ইঞ্চি লম্বা এবং ১.২৫ ইঞ্চি চওড়া হয়। গাছের মস্তক বরাবর শীষ হয়। প্রত্যেকটি শস্যের মাথায় লম্বা শুঁয়া থাকে। এদের পুষ্পগুচ্ছ ২-৪ ইঞ্চি লম্বা হয়। ফুলে ৩টি পুংকেশর এবং দুটি গর্ভদণ্ড থাকে। এর দানাগুলির রঙ প্রজাতি ভেদে সাদাটে, হলদে, লালচে বর্ণের হয়ে থাকে। এই দানা শুকিয়ে গুঁড়ো করলে যে সাদা পাউডার তৈরি হয়, তাকে ময়দা বা আটা বলা হয়। গম থেকে রুটি, বিস্কুট, পিঠা, মিষ্টি সুজি, সেমাই, নুডলস ইত্যাদি তৈরি হয়। গম বাংলাদেশ ও ভারত সহ সর্বত্র চাষ করা হয়ে থাকে। গম ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।