গাছ চিনুনঃ বকফুল | 20fours
logo
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৮ ১৮:৩২
গাছ চিনুন
গাছ চিনুনঃ বকফুল
Desk

গাছ চিনুনঃ বকফুল

বকফুল ইংরেজি নাম  Fabaceae

বকফুল বৈজ্ঞানিক নাম Sesbania grandiflora

জগৎ Plantae,

বিভাগ Magnoliophyta,

শ্রেণী Magnoliopsida,

বর্গ Fabales,

পরিবার Fabaceae,

উপপরিবার Faboideae,

গোত্র Robinieae,

গণ Sesbania,

প্রজাতি S. grandiflora,

দ্বিপদী নাম Sesbania grandiflora (L.) Poiret,

বকফুল একটি অগস্ত্য পুষ্প। এই ফুলের আকার-আকৃতি এবং গাছের ডালে বোঁটার মাথায় বকের ঠোঁটের মতো ঝুলে থাকায় নাম হয়েছে বকফুল। বকফুলের আদি আবাস মালয়েশিয়া।ছোট আকৃতির পত্রমোচী গাছ। ডালপালা নরম, যৌগিক পত্র বিশিষ্ট। মূল কাণ্ড ধীরে ধীরে মাঝারি শক্ত মানের হয়। গাছ দ্রুত সোজা উপরে বাড়তে থাকে, তবে নির্দিষ্ট উচ্চতা রেখে মাথা কেটে দিলে ডালপালা ছড়ায়। ফলে গাছ ঝোপালো হয়, ফুল সংগ্রহ করতে সহজ হয় এবং অধিক ফুল পাওয়া যায়।তিন রঙের ফুল হয়- সাদা, লাল ও গোলাপি। বাংলাদেশে সাদা ও লাল রঙের ফুল বেশি দেখা যায়। ভাদ্র মাসের শেষের দিকে এই ফুল প্রচুর ফুটতে শুরু করে।  ফল লম্বা, প্রায় গোল। বীজ থেকে বংশবিস্তার। ৩০ থেকে ৪৫ দিনের চারা রোপণ করতে হয়। ছোট চারা গাছ দেখতে ধৈঞ্চা গাছের চারার মতো। রোপণের সর্বোচ্চ এক বছরের মধ্যে গাছে ফুল ফোটে। এটি ষড়দল ও তিক্তরস সম্পন্ন। বাংলাদেশ সহ লাওস, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন,ফিলিপিন, ভারত,অস্ট্রেলিয়া, কিউবা, মেক্সিকো। এই দেশগুলোতে বকফুল গাছ জন্মে। বকফুলের সবকিছুই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।