নিম বৈজ্ঞানিক নাম Azadirachta Indica
জগৎ Plantae,
বিভাগ Magnoliophyta,
বর্গ Sapindales,
পরিবার Meliaceae,
গণ Azadirachta,
প্রজাতি A. indica,
দ্বিপদী নাম Azadirachta indica,
প্রতিশব্দ Antelaea azadirachta (L.) Adelb.,
নিম একটি বহুবর্ষজীবী বৃক্ষ। আকৃতিতে ৪০-৫০ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কান্ডের ব্যাস ২০-৩০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ডালের চারদিকে ১০-১২ ইঞ্চি যৌগিক পত্র জন্মে। পাতা কাস্তের মত বাকানো থাকে এবং পাতার কিনারায় ১০-১৭ টি করে খাঁজযুক্ত অংশ থাকে। পাতা ২.৫-৪ ইঞ্চি লম্বা হয়। আঙুরের মতো দেখতে এই ফলের একটিই বীজ থাকে। জুন-জুলাইতে ফল পাকে এবং ফল তেতো স্বাদের হয়। নিম গাছ বাংলাদেশ ছাড়াও ভারতেও দেখা যায়। এর স্বাদ তেতো,রসও তেতো। তবুও এর কদর সব জায়গাতেই রয়েছে। কারন এই নিম অনেক রোগের মহাঔষধ।