গাছ চিনুনঃ বকুল | 20fours
logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৮ ২৩:৪৪
গাছ চিনুন
গাছ চিনুনঃ বকুল
Desk

গাছ চিনুনঃ বকুল

বকুল ইংরেজি নাম Spanish cherry

বকুল বৈজ্ঞানিক নাম Mimusops elengi

জগৎ Plantae,

বিভাগ Magnoliophyta,

শ্রেণী Magnoliopsida,

বর্গ Ericales,

পরিবার Sapotaceae,

গণ Mimusops,

প্রজাতি M. elengi L.,

দ্বিপদী নাম Mimusops elengi L.,


বকুল গাছ আমাদের সকলের কাছে অনেক পরিচিত।  Sapotaceae পরিবারের অন্তভূক্ত। বকুল ফুল গ্রীষ্মকাল থেকে শরৎকাল পর্যন্ত এই গাছে সুমিষ্ট ফুল ফুটে থাকে৷ ফল হয় ছোট ছোট। পাকলে হলুদ বর্ণ ধারন করে। গাছের ডাল ও পাতা ভাঙলে তা থেকে আটা বের হয়।  বাংলাদেশের প্রায় সব জায়গায় এর গাছ পাওয়া যায়। বকুল ফুল, ফল, পাকা ফল, পাতা, গাছের ছাল, কাণ্ড, কাঠ সব কিছুই কাজে লাগে।এটি মাঝারি আকারের গাছ এবং এর পাতা গুলি হয় ঢেউ খেলানো। ফুল গুলো খুব ছোট হয়। বড় জোড় ১ সেঃ মিঃ। ফুল গুলো দেখতে ছোট ছোট তারার মতো। বকুল ফুলের সুবাসে থাকে মিষ্টি গন্ধ। এটি ১৬ মিটার পর্যন্ত লম্বা হয়। এই গাছ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ার গ্রীষ্মমন্ডলীয় বনাঞ্চলে জন্মে।

বকুল ফুল, ফল, পাতা, কাণ্ড দিয়ে বিভিন্ন অসুখ নিরাময়ের নানারকম আয়ুর্বেদিক হিসেবে ব্যবহার করা হয়।