গাছ চিনুনঃ থানকুনি | 20fours
logo
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:৩০
গাছ চিনুন
গাছ চিনুনঃ থানকুনি
Desk

গাছ চিনুনঃ থানকুনি

থানকুনি ইংরেজি নাম Centella বা Indian pennywort

থানকুনি বৈজ্ঞানিক নাম Centella asiatica

জগৎ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids,

বর্গ Apiales,

পরিবার Mackinlayaceae,

গণ Centella,

প্রজাতি C.asiatica,

দ্বিপদী নাম Centella asiatica,

প্রতিশব্দ Hydrocotyle asiatica L.,

থানকুনি একটি লতানো ও বলবীর্য সঞ্চারক গাছ।প্রয়োজনীয় ও গুণসম্পন্ন একটি উদ্ভিদ। এছাড়াও বৈজ্ঞানিক পরিবারের নাম ম্যাকিনলেয়াসি যাকে অনেকে এপিকেসি পরিবারের উপপরিবার মনে করেন।  অঞ্চলভেদে থানকুনি পাতাকে টেয়া, মানকি, তিতুরা, থানকুনি, আদামনি, ঢোলামানি, থুলকুড়ি, মানামানি, ধূলাবেগুন, আদাগুনগুনি নামে ডাকা হয়।সমগ্র ভারতেই এই গাছ দেখতে পাওয়া যায়।থানকুনি পাতা দেশের সর্বত্র পাওয়া যায়। এছাড়াও বাংলাদেশ সহ ভারত,সিংহল,উওর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া,পাপুয়া নিউ গিনি, অন্যান্য প্রান্তে এই উদ্ভিদ পাওয়া যায়।  থানকুনি দুই রকম হয়। একটি বৃহৎপএ যুক্ত এবং অপরটি ক্ষুদ্রপএ -যুক্ত। চিকিৎসার অঙ্গনে থানকুনি পাতার অবদান অপরিসীম।