গাছ চিনুনঃ লজ্জাবতী | 20fours
logo
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:৩৫
গাছ চিনুন
গাছ চিনুনঃ লজ্জাবতী
Desk

গাছ চিনুনঃ লজ্জাবতী

লজ্জাবতী ইংরেজি Sensitive plant, touch-me-not
 
লজ্জাবতীর বৈজ্ঞানিক নাম Mimosa pudica

 সংস্কৃতি নাম লজ্জালু।

অন্যান্য নাম লজ্জাবতী, লজ্জাবতী লতা,লজাক।

জগৎ Plantae ,

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,

বর্গ Fabales,

পরিবার Fabaceae,

উপপরিবার Mimosoideae,

গোএ Mimoseae,

গণ Mimosa L.,

লজ্জাবতী একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। গাছগুলোর কাণ্ড সর্বোচ্চ ৫ ফুট পর্যন্ত দেখা যায়। এটি ভূমি সংলগ্ন হয়ে অবনতভাবে বৃদ্ধি পায়। এর কাণ্ড কাষ্ঠাল, কণ্টকযুক্ত এবং গোলকার। কাণ্ডের গাত্র লোমাবৃত। এর পাতা দ্বিপক্ষল যৌগিক। এর পাতা ছোঁয়া মাত্র বন্ধ হয়ে যায়। কয়েক মিনিট পরে গাছের পাতা আবার আগের অবস্থায় চলে আসে। তাপের প্রভাবে, বা সন্ধ্যা বেলাতেও পাতা বন্ধ হয়ে যায়। মূলত সিসমোন্যাস্টিক চলন (Seismonastic Movement)-এর প্রভাবেই এর পাতা বন্ধ হয়ে যায়। থোকায় থোকায় ফুল ফোটে। এর ফলগুলো চ্যাপ্টা, বাঁকা-লম্বাটে।এর পাতা এক থেকে দু ইঞ্চি হয়ে থাকে। বছরের প্রায় সবসময়ই এই গাছে ফুল হয় এবং তা থেকে ফল হয়। বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বঙ্গের মাঠে ঘাটে প্রচুর জন্মে। এর আদি নিবাস মধ্য আমেরিকার মেক্সিকোতে, তবে বর্তমানে বিশ্বের সব জায়গায় এটি ছড়িয়ে পড়েছে।