গাছ চিনুনঃ কুলেখাড়া | 20fours
logo
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৬
গাছ চিনুন
গাছ চিনুনঃ কুলেখাড়া
Desk

গাছ চিনুনঃ কুলেখাড়া

কুলেখাড়া ইংরেজি নাম Starthorn

কুলেখাড়া বৈজ্ঞানিক নাম হলো Hygrophila auriculata

স্হানীয় নাম কুলেখাড়া, কান্তা কালিকা, কুলিহারকা,ক্ষরিক।

সংস্কৃত নাম গোকুলকাঁট।

কুলেখাড়া অনেকের কাছেই পরিচিত। বর্ষাকালে এই গাছ হয় এবং তা দেখতে হেলেঞ্চা শাকের মত। তবে এর পাতাগুলো একটু লম্বা হয়। দেড় থেকে দুই ফুট উঁচু হয়,আবার জায়গা হিসেবে ৩ থেকে ৪ ফুট উঁচু হতে দেখা যায়। পাতার গাঁয়ে শুয়োর মতো কাঁটা কাঁটা বের হয়। এটি সাধারণত পুকুর পাড়ের আর্দ্র স্হান,নর্দমা  এবং ধানক্ষেতে জন্মে। যেখানে হয় সেখানে ঝোপ হয়ে যায়। কুলেখাড়ার পাতা, শিকড় ও বীজ উপকারী এবং রাসায়নিক উপাদানে ভরপুর। এতে আছে এলকালয়েডস,ফাইটোস্টেরোল, ও সুগন্ধের তৈলাক্ত পদার্থ। এই গাছ বাংলাদেশ, ইন্দো-চীন, মায়ানমার, ভারত,নেপাল,শ্রীলঙ্কা, পাকিস্তানে জন্মে।