অশোক ইংরেজি নাম Yellow Ashok, Yellow Saraca
অশোক বৈজ্ঞানিক নাম Saraca indica Linn
জগৎ উদ্ভিদ,
শ্রেণীবিহীন Eudicots, Rosids,
বর্গ Fabales,
পরিবার Fabaceae,
গণ Saraca,
প্রজাতি S.asoca,
দ্বিপদ Saraca asoca,
আশোক মাঝারি আকৃতির ছায়াদানকারী চিরসবুজ বৃক্ষ। অসংখ্য শাখাবিশিষ্ট ছায়াতরু অশোক ফুলের গাছের দৈর্ঘ্য ২৫ থেকে ৩০ ফুটের মত হয়ে থাকে। এর পাতা কচি অবস্থায় তাম্রবর্ণ থাকে পরিণতিতে সবুজ। পাতা লম্বা ধরনের এবং তাতে ৫-৬ জোড়া পাতা থাকে। এর শুঁটি বেশ লম্বা ও চওড়া ২ ইঞ্চির মত।জুন-জুলাই মাসে এই গাছের ফল পাকে। ফল থেকে বীজ সংগ্রহের পর তা রৌদ্রে শুকিয়ে বীজ তলায় বা পলিব্যাগে লাগানো যায়। এর বীজ বেশি দিন সংরক্ষণ করা যায় না। বীজ বপনের পূর্বে ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। চার থেকে ছয় সপ্তাহের মধ্যে বীজের অঙ্কুরোদগম হয়। অঙ্কুরিত চারার বয়স ১-২ বৎসর হলে তা রোপন করতে হয়। বর্ষাকাল চারা রোপনের উৎকৃষ্ট সময়। এটি বাংলাদেশ সহ চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামে পাওয়া যায়। সিলেটের বনাঞ্চলেও জন্মে।