কানছিঁড়ে | 20fours
logo
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:২৬
কানছিঁড়ে
কানছিঁড়ে
20fours Desk

কানছিঁড়ে

কানছিঁড়ে একটি লতানো উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Commelina benghalensis। বাংলা নাম ঢোলপাতা বা কানশিরে। এটি Commelinaceae পরিবারের অন্তভূক্ত। কানছিঁড়ে উষ্ণমণ্ডলীয় এশিয়া ও আফ্রিকার উদ্ভিদ। এই গাছের কান্ড নরম। গাঁটযুক্ত ও রোমশ। এর পাতাগুলি ২-৩ ইঞ্চি লম্বা হয়। এই গাছ নীল বর্ণের তিন পাপড়ির ফুল ফোটে। এদের পাতা লম্বাটে এবং পাতায় হুল থাকে। বসন্তের শুরুতে ফুল আসে যা শেষ অব্দি থাকে। কানছিঁড়ের সমস্ত অংশই ঔষধ হিসেবে ব্যবহার করা হয় থাকে। এই গাছ বাংলাদেশ, ভারত,এশিয়া, আফ্রিকা ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও নর্থ আমেরিকাতে জন্মে।

উপকারিতা:

১। এই গাছে পাতা গ্লু এবং এন্টিসেপ্টিক হিসেবে কাজ করে।

২। কানছিঁড়ের পাতার রস লাগালে কুষ্ঠ রোগ ভালো হয়।

৩। কানছিঁড়ের গাছ পাতাসহ বেটে নিয়ে অল্প গরম করে ক্ষতের উপর প্রলেপ দিলে ক্ষত শুকিয়ে যায়।

৪। হাত-পা কেটে গেলে সাথে সাথে এই লতার ডগা ভেঙে পানির মত যে রস বা আঠা পাওয়া যাবে তা কাটা স্থানে লাগিয়ে দিলে এক মিনিটের মধ্যে কাটা স্থান জোড়া লেগে যায়।

৫। কানছিঁড়ের গাছ পাতাসহ বেটে  প্রতিদিন একবার করে দাদ ও একজিমার উপর প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

৬। চোখে অঞ্জনি হলেএই গাছের লতা টিপে রস লাগিয়ে দিলে দুদিনেই সেরে যায়।

৭। কানের ইনফেকশনে এবং ব্যথায় এর দুফোটা রস কানে দিলেই উপকার

৮। শরীরের কোন স্হান আগুনে পুড়ে গেলে এই পাতা বোটে পোড়া অংশে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।