পিপুল | 20fours
logo
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৩০
পিপুল
পিপুল
20fours Desk

পিপুল

পিপুল( Long Pepper) এটি একটি লতানো উদ্ভিদ।  এর বৈজ্ঞানিক নাম Piper longum Linn। এর ইউনানী নাম ফিলফিল দরাজ এবং আয়ুর্বেদিক নাম কর্ণ পিপ্পলী। এটি Piperaceeae এর অন্তর্ভূক্ত। এই গাছের পুষ্পদন্ড ২-৪ সে.মি. লম্বা, সোজা ও উন্নত। মাটির উপর ছড়িয়ে পড়ে অথবা অন্য গাছ বেয়ে উপরে উঠে। লতাটির সামনের অংশ কোমল, পাতা ডিম্বাকৃতি, অনেকটা পানের মত দেখতে, ৫ শিরা বিশিষ্ট, ৫-৮ সে.মি. লম্বা হয়। ফলগুলো সবুজ হরিদ্রাভ বর্ণের। পাকলে রক্তবর্ণের এবং শুকিয়ে যাওয়ার পর কৃষ্ণাভ ধূসর বর্ণের হয়। এই গাছ বাংলাদেশ সহ ভারত, আমেরিকা,  ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ায় জন্মে। এই গাছের বীজ (ফল) ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতা:

১। পিপুলের পাতার রস কৃমি ভালো হয়ে যায়।

২। জ্বর ও কাশি হলে পিপুল গরম পানির সাথে সকাল ও বিকালে খেলে জ্বর ও কাশি কমে যায়।

৩। পিপুল গাছের পাতার রস ও মধু একসাথে মিশিয়ে খেলে হাঁপানি ভালো হয়ে যায়।