পিপুল( Long Pepper) এটি একটি লতানো উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Piper longum Linn। এর ইউনানী নাম ফিলফিল দরাজ এবং আয়ুর্বেদিক নাম কর্ণ পিপ্পলী। এটি Piperaceeae এর অন্তর্ভূক্ত। এই গাছের পুষ্পদন্ড ২-৪ সে.মি. লম্বা, সোজা ও উন্নত। মাটির উপর ছড়িয়ে পড়ে অথবা অন্য গাছ বেয়ে উপরে উঠে। লতাটির সামনের অংশ কোমল, পাতা ডিম্বাকৃতি, অনেকটা পানের মত দেখতে, ৫ শিরা বিশিষ্ট, ৫-৮ সে.মি. লম্বা হয়। ফলগুলো সবুজ হরিদ্রাভ বর্ণের। পাকলে রক্তবর্ণের এবং শুকিয়ে যাওয়ার পর কৃষ্ণাভ ধূসর বর্ণের হয়। এই গাছ বাংলাদেশ সহ ভারত, আমেরিকা, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ায় জন্মে। এই গাছের বীজ (ফল) ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতা:
১। পিপুলের পাতার রস কৃমি ভালো হয়ে যায়।
২। জ্বর ও কাশি হলে পিপুল গরম পানির সাথে সকাল ও বিকালে খেলে জ্বর ও কাশি কমে যায়।
৩। পিপুল গাছের পাতার রস ও মধু একসাথে মিশিয়ে খেলে হাঁপানি ভালো হয়ে যায়।