ঘেটু | 20fours
logo
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৪৯
ঘেটু
ঘেটু
20fours Desk

ঘেটু

ঘেটু (Glory Bower) গুল্মজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Clerondendron viscosum। এটি গ্রামবাংলার অতি পরিচিত একটি বুনো উদ্ভিদ। ঘেটু গাছের শাখা প্রশাখা বেশি হয় না। এই গাছ সাধারণত ২ থেকে ৪ মিটার লম্বা হয়। পাতা ৪ থেকে ৭ ইঞ্চি লম্বা হয়। দেখতে কিছুটা পানপাতার আকৃতির ও খসখসে। ডালের শীর্ষে পুষ্পদণ্ডে ফুল ফোটে। পাপড়ির রং সাদা এবং এতে বেগুনি রঙের মিশেল আছে। এই ফুলের রয়েছে মিষ্টি সৌরভ। ফুল ফোটার পর মৌমাছিরা ঘেটু ফুলের মধু সংগ্রহ করে। শীতকালের শেষদিকে এই গাছের ফুল হয় এবং গরমকালে তা থেকে ফল হয়। অনেকে একে ভাঁট বলে থাকে। ঘেটু তিক্ত, রসযুক্ত, বলকারক, কামোদ্দীপক এবং ব্যথা বেদনানাশক। এই গাছ বাংলাদেশ সহ ভারত ও  মায়ানমারে জন্মে। এই গাছের লতা,ফুল এবং মূল ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।


উপকারিতা:

১। ঘেটু পাতার রস গরম পানির সাথে মিশিয়ে সকাল বিকেল সেবন করলে ম্যালেরিয়া রোগ ভালো হয়।

২। যে কোন ধরনের চর্মরোগ হলে ঘেটু পাতার রস ৩-৪ দিন লাগালে চর্মরোগ ভালো হয়।

৩। বিছে কামড়ালে ঘেটু পাতা কেটে হুল ফোটানো স্থানে লাগিয়ে দিলে যন্ত্রণা কমে যায়।

৪। মাথায় উকুন হলে ঘেটু পাতার রস লাগিয়ে কয়েক ঘন্টা লাগিয়ে ধুয়ে ফেললে উকুন ভালো হয়।