অশ্বত্থ ইংরেজি নাম Sacred fig
অশ্বত্থ বৈজ্ঞানিক নাম Ficus Religiosa
জগৎ Plantae,
বিভাগ Magnoliophyta,
শ্রেণী Magnoliopsida,
বর্গ Rosales,
পরিবার Moraceae,
গণ Ficus,
প্রজাতি F. religiosa,
দ্বিপদী নাম Ficus religiosa L.,
অশ্বত্থ একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। অশ্বত্থ গাছ বট গাছের মত। তবে পাতার বৈসাদৃশ্য রয়েছে। এর পাতার অগ্রভাগ ক্রমশ সূক্ষ্ম হয়ে বর্ধিত হয়। এটিকে বোধিবৃক্ষও বলা হয়ে থাকে। অশ্বত্থ এমন এক গাছ যা ২৪ ঘণ্টাই অক্সিজেন দেয়। অশ্বত্থ গাছ ৩০ মিটার লম্বা হতে পারে। এর কান্ডের বেড় ৩ মিটার পর্যন্ত হতে পারে। এর ফুলগুলো ফলের ভেতরে লুকায়িত থাকে।পাতা ১০-১৭ সেমি লম্বা এবং ৮-১২ সেমি চওড়া। শীতকালে এর পাতা ঝরে যায়, বসন্তে তামাটে রঙের কচি পাতা গজায়। পিপল ফল ডুমুরের মতই তবে পাকা ফল বেগুনি রঙের, কাচা ফল সবুজ, ফলের আকার ১-১.৫ সেমি। অশ্বত্থ গাছ দিয়ে বনসাই গাছ বানানো যায়। অশ্বত্থ ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া যেমন বাংলাদেশ, ভুটান, চীন (ইউনান প্রদেশ), ভারত (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বাদে), লাওস, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম অঞ্চলের স্থানীয় বৃক্ষ। অশ্বত্থ একটি দীর্ঘজীবী বৃক্ষ। এর পএ,পএমুকুল, ফল ও ত্বক সবই ঔষধদার্থে ব্যবহার করা হয়ে থাকে।