গাছ চিনুনঃ শিমুল | 20fours
logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৫:০৬
গাছ চিনুন
গাছ চিনুনঃ শিমুল

গাছ চিনুনঃ শিমুল

শিমুল ইংরেজি নাম Silk cotton

শিমুল বৈজ্ঞানিক নাম Bombax ceiba Linn

জগৎ Plantae

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots,Rosids,

ইউনানী নাম সেম্ভল,

আয়ুর্বেদিক নাম শিমুল, শেম্ভল,

বর্গ Malvales,

পরিবার Malvaceae,

উপপরিবার Bombacoideae,

গণ Bombax L.,

শিমুল এর সারা দেহে কাঁটা, সুবিশাল বৃক্ষ। এই বৃক্ষের কান্ড গাএ নিঃসৃত আঠাকেই মোচরস বলে। শিমুল গাছ ৩০ মিটার পর্যন্ত উঁচু হয়, গাছের গায়ে কাঁটা থাকে। কাঁটার গোড়া মোটা এবং অগ্রভাগ সরু ও তীক্ষ্ণ। পাতা বোঁটাযুক্ত, করতলাকার যৌগিক, ৫-৭ টি পত্রক নিয়ে গঠিত। শীতের শেষে পাতা ঝরে পড়ে। বসন্তে ফুল হয়, ফুল লালচে বর্ণের। পাঁচ প্রকোষ্ঠ বিশিষ্ট লম্বাকৃতি ফল হয়। ফলের ভিতরে তূলা ও বীজ হয়। বৈশাখ মাসে ফল পাকে এবং ফল ফেটে বীজ ও তুলা বের হয়ে আসে। বীজের রঙ কালো। শিমুল তুলা লেপ, তোষক ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।এর স্ত্রীকেশর পুংকেশর অপেক্ষা লম্বায় বড় হয়। বাংলাদেশের সর্বত্রই শিমুল গাছ জন্মে। এছাড়াও ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় এ গাছ প্রচুর জন্মে। শিমুল গাছের মূল, গাছের ছাল, কষ, ফুল ও বীজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।