দারুহরিদ্রা(Barberry) এর শব্দের অর্থ কাষ্ঠ হরিদ্রা। এর বৈজ্ঞানিক নাম Berberis asiatica Roxb. Ex. Dc। এটি Berberidaceae পরিবারের Berberis গণের একটি উদ্ভিদ। এই গাছ সাধারণত ৩ -৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সমতল ভুমিতে এই গাছ দেখা যায় না। হিমালয় পর্বতের বিভিন্ন প্রান্তে এবং নীলগিরি অঞ্চলের ৩ থেকে ১১ হাজার ফুট উচ্চতায় এই গাছ জন্মায়। দারুহরিদ্রা গাছে গায়ে কাঁটায় ভরা, দেখতে মধ্যমাকৃতির, অনেকটা লেবু গাছের মত, পাতার আকার ছোট ও পুরু এবং এর কিনারা খাঁজকাটা। এর ফল দেখতে কিসমিসের মত এবং খেতে টক। গাছে ফুল ফোটে বসন্তকালে এবং ফল হয় গ্রীষ্মকালে। এই গাছ বাংলাদেশ সহ ভারত, নেপাল ও এ উপমহাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এই গাছ জন্মে। এই গাছের কাঠ ও শিকড় ঔষধি দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ।
উপকারিতা :
১। দারুহরিদ্রা থেঁতো করে গরম পানিতে ভিজিয়ে রেখে। ৪ ঘন্টা পর পর খেলে চোখের ব্যথা,চোখ থেকে পানি পড়া চোখের যাবতীয় রোগে উপকার হয়।
২। রক্তার্শ হলে রক্তার্শর সমস্যা হলে দারুহরিদ্রা খুব ভালো কাজ করে।
৩। দারুহরিদ্রার কাষ্ঠ থেঁতো করে নিয়ে পানিতে সেদ্ধ করে খেলে কোষবৃদ্ধি উপকার হয়।
৪। শ্বেত প্রদর হলে কাঠ চন্দনের মতো করে ঘষে নিন। এটি দুধের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৫। এই কাঠ চন্দনের মতো ঘসে মুখে লাগালে মেছতা ভালো হয়।
৬। এই কাঠ ঘসে মধুর সাথে লাগালে মুখের ক্ষত ভালো হয়।