গাছ চিনুনঃ গোলাপ | 20fours
logo
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৯
গাছ চিনুন
গাছ চিনুনঃ গোলাপ
Desk

গাছ চিনুনঃ গোলাপ

গোলাপ ইংরেজি নাম Rose

গোলাপ বৈজ্ঞানিক নাম Rosa

জগৎ উদ্ভিদ,

বিভাগ সপুষ্পক,

উদ্ভিদশ্রেণী ম্যাগ্নোলিয়োসিড,

বর্গ Rosales,

পরিবার Rosaceae,

উপপরিবার রোসোইডিয়া,

গণ রোসা L.Species,

গোলাপ একটি কাঁটাযুক্ত গুল্মজাতীয় উদ্ভিদ। গোলাপ গাছ ও ফুল সকলেই চিনেন। এটি একটি শীতকালীন মৌসুমী ফুল । তবে বর্তমানে গোলাপ সারা বছর ধরেই চাষ করা হচ্ছেপ্রায় ১০০ প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসে একরূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গোলাপের ঘ্রাণও মানুষের প্রিয়। তবে গোলাপের নিজস্ব কোন গন্ধ নেই। গোলাপ বাংলাদেশে অক্টোবর থেকে ফেব্রুয়ারী মাস পর্যন্ত গোলাপের চারা রোপণের উপযুক্ত সময়। এছাড়াও গোলাপ ভারতের বিভিন্ন রাজ্জাক ব্যবসায়িক ভিওিতে এর চাষ করা হয়ে থাকে।  তবে জলবায়ু ও মৃওিকা অনুযায়ী গোলাপ ফুলের আকার এবং গন্ধ হয়ে থাকে। বাংলাদেশ ভারত ছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া মহাদেশ,  উত্তর পশ্চিম আফ্রিকা মহাদেশে এই গোলাপ চাষ করা হয়ে থাকে। গোলাপের ফুল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।