গাছ চিনুনঃ কলমি | 20fours
logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮ ১১:০০
গাছ চিনুন
গাছ চিনুনঃ কলমি
Desk

গাছ চিনুনঃ কলমি

কলমি ইংরেজি নাম water spinach

কলমি বৈজ্ঞানিক নাম Ipomoea aquatica

জগৎ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids,

বর্গ Solanales,

পরিবার Convolvulaceae,

গণ Ipomoea,

প্রজাতি I. aquatica,

দ্বিপদী নাম Ipomoea aquatica Forssk,

কলমি এটি একপ্রকারের অর্ধ-জলজ উষ্ণমণ্ডলীয় লতা। কলমি শাক পানিতে কিংবা ভেজা মাটিতে জন্মে থাকে। এর ডাঁটাগুলো ২-৩ মিটার বা আরো বেশি দীর্ঘ হয়। ডাঁটার গিঁট বা পর্ব থেকে শেকড় বের হয়। এটি ফাঁপা বলে পানির উপরে ভেসে থাকতে পারে। কলমি শাকের পাতা অনেকটা লম্বাটে ত্রিকোণাকার বা বল্লমাকার, এবং ৫-১৫ সেমি দীর্ঘ এবং ২-৮ সেমি চওড়া হয়। কলমির ফুল অনেকটা ট্রাম্পেট আকৃতির এবং ৩-৫ সেমি চওড়া হয়ে থাকে। ফুলের রঙ সাধারণত সাদা এবং গোড়ার দিক বেগুনি। ফুলে বীজ হয়, বীজ থেকেও গাছ লাগানো যায়। এই শাক বাংলাদেশ সহ ভারত, দক্ষিণ, এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতে কলমি শাকের চাষ করা হয়। কলমি শাক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। কলমি শাকে প্রচুর পুষ্টিগুন রয়েছে। কারণ প্রতি ১০০ গ্রাম কলমি শাকে পানি- ৮৯ ৭ গ্রাম, আমিষ – ৩ ৯ গ্রাম, লৌহ – ০ ৬ গ্রাম, শ্বেতসার – ৪ ৪ গ্রাম, আঁশ – ১ ৪ গ্রাম, ক্যালসিয়াম – ০ ৭১ মিলিগ্রাম, থায়ামিন – ০ ৯ মিলিগ্রাম, নায়াসিন – ১ ৩ মিলিগ্রাম, ভিটামিন সি – ৪৯ মিলিগ্রাম, ক্যালোরি – ৩০ কিলো ক্যালোরি।