আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৯
বুড়িগুয়াপান
বুড়িগুয়াপান
Desk
বুড়িগুয়াপান একটি বনৌষধিটি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Hemigraphis hirta। এটি Acanthaceae পরিবারের অন্তভূক্ত। বাংলাদেশে এই গাছ অযত্নে বেড়ে ওঠে। এর বিশেষ কোন স্বাদ নেই। এই গাছ বাংলাদেশ ও ভারতের সর্বত্রই জন্মে। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। বুড়িগুয়াপান গাছের রস নিয়মিত খেলে আমাশয় ও রক্ত আমাশয় ভালো হয়।
২। মুখের ও জিহ্বায় ক্ষত হলে পানের সাথে বুড়িগুয়াপান গাছের রস খেলে উপকার পাওয়া যায়।
৩। প্রসাবের সমস্যা হলে এই গাছের রস খেলে উপকার পাওয়া যায়।