বুড়িগুয়াপান | 20fours
logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৯
বুড়িগুয়াপান
বুড়িগুয়াপান
Desk

বুড়িগুয়াপান

 

বুড়িগুয়াপান একটি বনৌষধিটি উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Hemigraphis hirta। এটি Acanthaceae পরিবারের অন্তভূক্ত।  বাংলাদেশে এই গাছ অযত্নে বেড়ে ওঠে। এর বিশেষ কোন স্বাদ নেই। এই গাছ বাংলাদেশ ও ভারতের সর্বত্রই জন্মে। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

উপকারিতাঃ

১। বুড়িগুয়াপান গাছের রস নিয়মিত খেলে আমাশয় ও রক্ত আমাশয় ভালো হয়।

২। মুখের ও জিহ্বায় ক্ষত হলে পানের সাথে বুড়িগুয়াপান গাছের রস খেলে উপকার পাওয়া যায়।

৩। প্রসাবের সমস্যা হলে এই গাছের রস খেলে উপকার পাওয়া যায়।