তুলসী ইংরেজি নাম Sacred Basil, Holy Basil
তুলসীর বৈজ্ঞানিক নাম Ocimum tenuiflorum L. - holy basil।
অন্যান্য নাম Holy basil, Tulsi।
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Asterids,
বর্গ Lamiales,
পরিবার Lamiaceae,
গণ Ocimum,
প্রজাতি O.tenuiflorum,
তুলসী একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। আমাদের খুব পরিচিত ভেষজ একটি গাছ। তুলসী সাধারন মাটিতে জন্মে। পূর্ণাঙ্গ উদ্ভিদ ৭৫-৯০ সে.মি. হয়। এর শাখা-প্রশাখা শক্ত ও চতুষ্কোনাকার। পাতা ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। শাখা-প্রশাখার সামনের অংশ থেকে পাঁচটি ফুলের ডাল বের হয় এবং প্রতিটি ডালের চারদিকে ছাতার মতো ১০ থেকে ১২টি স্তরে থরেথরে ফুল ধরে। এর ফুলের রং হালকা লালচে রঙের হয়। তুলসী পাতার একটি ঝাঁঝালো গন্ধ আছে। তুলসী পাতা বিভিন্ন ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশ ও ভারতের সর্বত্র এই গাছ জন্মে।