গাছ চিনুনঃ ইসবগুল | 20fours
logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮ ১২:২১
গাছ চিনুন
গাছ চিনুনঃ ইসবগুল
Desk

গাছ চিনুনঃ ইসবগুল

ইসবগুল ইংরেজি নাম Blond plantain
 
ইসবগুল বৈজ্ঞানিক নাম Plantago ovata
 
জগৎ Plantae,
 
শ্রেণীবিহীন Angiosperm, Eudicots, Asterids,
 
বর্গ Lamiales,
 
পরিবার Plantaginaceae,
 
গণ Plantago,
 
প্রজাতি P. ovata,
 
দ্বিপদী নাম Plantago ovata Forssk,
 
ইসবগুল একটি গুল জাতীয় গাছ। ইসবগুল গাছের উচ্চতা দেড়-দুই ফুটের পর্যন্ত লম্বা হয়। এর ফুল ছোট, পাপড়ি সূক্ষ হয়। বীজের খোসা আছে। বীজের খোসা আছে। ফল দুইকোষ বিশিষ্ট, ৭-৮ মিলিমিটার লম্বা হয় এবং ফলের ভিতরে ৩ মিলিমিটার লম্বা বীজ থাকে। বীজ দেখতে নৌকার মতো এবং এর খোসায় পিচ্ছিল হয়। এটা এক ধরনের রবিশস্য। হেমন্তকালে বীজ বপন করা হয়। চৈত্র মাসে ফসল তোলা হয়। ইসবগুল বাংলাদেশ সহ স্পেন, উত্তর আফ্রিকা, পাকিস্তানের সিন্ধু এলাকা, পশ্চিম এশিয়া, চীন, রাশিয়া ও ভারতে জন্মে। ইসবগুল ঔষধ হিসেবে ব্যবহার করা হয় হয়।