আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১২:১৮
চুল পড়া বন্ধে চিরতা
চুল পড়া বন্ধ করতে চিরতা
Desk
চুল নিয়ে সব চাইতে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত চুল পড়ার সমস্যা। চুলের গোড়া নরম হয়ে কখনো কখনো এ সমস্যা মারাত্মক আকার ধারণ করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য চিরতার ব্যবহার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক চুল পড়া বন্ধ করতে চিরতার ব্যবহারঃ
উপকরণঃ
(১) ৫ গ্রাম চিরতা
(২) এক কাপ গরম পানি
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
আগের দিন রাতে এক কাপ গরম পানিতে ৫ গ্রাম চিরতা ভিজিয়ে রেখে পরদিন সেই পানি ছেঁকে তা দিয়ে মাথা ধুয়ে ফেললে চুল পড়া কমবে।
একদিন পর পর একদিন এভাবে চিরতার পানি দিয়ে মাথা ধুতে হবে। ৩-৪ বার এভাবে ধুতে পারলে চুল পড়া অনেকাংশে কমে আসবে।