চুল পড়া বন্ধ করতে চিরতা | 20fours
logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১২:১৮
চুল পড়া বন্ধে চিরতা
চুল পড়া বন্ধ করতে চিরতা
Desk

চুল পড়া বন্ধ করতে চিরতা

চুল নিয়ে সব চাইতে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত চুল পড়ার সমস্যা। চুলের গোড়া নরম হয়ে কখনো কখনো এ সমস্যা মারাত্মক আকার ধারণ করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য চিরতার ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক  চুল পড়া বন্ধ করতে চিরতার ব্যবহারঃ

উপকরণঃ
(১) ৫ গ্রাম চিরতা
(২) এক কাপ গরম পানি

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
আগের দিন রাতে এক কাপ গরম পানিতে ৫ গ্রাম চিরতা ভিজিয়ে রেখে পরদিন সেই পানি ছেঁকে তা দিয়ে মাথা ধুয়ে ফেললে চুল পড়া কমবে।

একদিন পর পর একদিন এভাবে চিরতার পানি দিয়ে মাথা ধুতে হবে। ৩-৪ বার এভাবে ধুতে পারলে চুল পড়া অনেকাংশে কমে আসবে।