অয়েলি স্কিনের জন্য বিশুদ্ধ হলুদ গুঁড়ো | 20fours
logo
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৮ ১০:২৩
অয়েলি স্কিনের জন্য বিশুদ্ধ হলুদ গুঁড়ো
অয়েলি স্কিনের জন্য বিশুদ্ধ হলুদ গুঁড়ো
Desk

অয়েলি স্কিনের জন্য বিশুদ্ধ হলুদ গুঁড়ো

ঋতু পরিবর্তনের সঙ্গে ত্বকে কিছু পরিবর্তন চলে আসে। গরমে ত্বকের যে সমস্যা থাকে শীতের সমস্যা আবার ভিন্ন রকম। তবে শীতের সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যান যাদের ত্বক তৈলাক্ত। শীতকালে অনেকেই খুব পছন্দ করেন সতেজ ও ঝরঝরে থাকতে। কিন্তু শীতকালে আর্দ্রতার অভাবে ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক এবং প্রাণহীন। তাই শীতকাল আসার আগে অনেকেই কোল্ড ক্রিম এবং লোশনের গুরুত্ব বাড়িয়ে দেন। তবে চাইলে কিন্তু ঘরে থাকা সজহলভ্য বিভিন্ন উপাদান দিয়ে শীতকালে ত্বকের যত্ন নিতে পারেন। আজকে জানাবো অয়েলি স্কিনের জন্য বিশুদ্ধ হলুদ গুঁড়োর ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক অয়েলি স্কিনের জন্য বিশুদ্ধ হলুদ গুঁড়োর প্যাকঃ

উপকরণঃ
(১) বিশুদ্ধ হলুদ গুঁড়ো ২চামচ
(২) নারকেল তেল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) বিশুদ্ধ হলুদ গুঁড়োর সঙ্গে খাঁটি নারকেল তেল মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করুন৷
(২) অয়েলি স্কিনের জন্য এই পেস্ট খুবই উপকারী৷ মুখে প্রায় এক ঘন্টা লাগিয়ে রাখুন৷

এতে ত্বকও ভালো হয়৷ ত্বকের বিভিন্ন সমস্যাও মেটে তাহলে আর দেরি কেনো অয়েলি স্কিনের জন্য বিশুদ্ধ হলুদ গুঁড়োর প্যাকটা।