গাছ চিনুনঃ ঘলঘসিয়া | 20fours
logo
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০৯
গাছ চিনুন
গাছ চিনুনঃ ঘলঘসিয়া
Desk

গাছ চিনুনঃ ঘলঘসিয়া

ঘলঘসিয়া বৈজ্ঞানিক নাম  Leucas indica

বাংলা নাম শ্বেতদ্রোন, দলকলস, ছোট হালকুশা, দুলফি, ডোরপি, ঘলঘাসিয়া

বর্গ Lamiales

পরিবার Lamiaceae


ঘলঘসিয়া একটি সপুষ্পক উদ্ভিদ। এই গাছ মাটি থেকে সাধারণত একহাত লম্বা হয়ে থাকে।এই গাছের পাতা গাঢ় সবুজ রঙের এবং কান্ড হালকা সবুজ রঙের হয়ে থাকে। সাধারণত পরিপক্ব গাছে ধবধবে সাদা রঙের ফুল এবং  ফুলের মধু মিষ্টি হয়ে থাকে। সারা বছর ফুল ফোটে। ফুলে পিপড়া ও মৌমাছিরা ভিড় করে। ফুল ছোট আকৃতির। এদের ফুলে গন্ধ তেমন একটা পাওয়া যায় না। ফুল থেকে সবুজ রঙের ফল হয়।  এবং ফল পাকলে ক্ষুদ্র কালো রঙের বীজ হয়ে থাকে। বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। প্রচুর বীজ হয়। এই গাছ ভারত ও ফিলিপাইনের পাশাপাশি মরিশাস ও জাভার সমভুমির মধ্যে পাওয়া যায়। বাংলাদেশে এটি খুবই সাধারন আগাছা। সারাদেশেই বিশেষ করে বাংলাদেশের সমতল জায়গায় দেখা যায়। প্রধানত সরিষা ও গমক্ষেতে এই গাছ বেশি জন্মে। রাস্তার ধারেও এই গাছ জন্মে। গরমের দিনে এই গাছ শুকনো হয়ে যায়। এবং শীতকালে যেখানে সেখানে হয়ে থাকে।
এই গাছের পাতার রস নানারকম ঔষধরূপে ব্যবহার করা হয়।