গাছ চিনুনঃ শালগম | 20fours
logo
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৫
গাছ চিনুন
গাছ চিনুনঃ শালগম
Desk

গাছ চিনুনঃ শালগম

শালগম ইংরেজি নাম Turnip
 
শালগম বৈজ্ঞানিক নাম ‎Brassica rapa
 
জগৎ Plantae,
 
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,
 
বর্গ Brassicales,
 
পরিবার Brassicaceae,
 
গণ Brassica,
 
প্রজাতি B. rapa,
 
বিভিন্ন B. rapa var. rapa,
 
ত্রিপদী নাম Brassica rapa var. rapa L,
 
শালগম একপ্রকারের মূল জাতীয় সবজি। আমাদের দেশে সবচেয়ে পরিচিত জাতের শালগম সাদা রংয়ের হয় যা মাটি থেকে ১-৬ সেমি ওপরে জন্মে। মাটির ওপরে উঠে আসতে আসতে এর রঙ গোলাপী, লাল বা সবুজাভ ধারণ করে সূর্যের আলোতে। শালগমের ভেতরের অংশ সাদা রংয়ের হয়ে থাকে। এর শিকড় সাধারণত কৌণিক আকারের হয়, তবে মাঝে মাঝে তা টমেটোর মতো হয়ে যায় আকারে যার ব্যাস দাঁড়ায় ৫-২০ সেমি ও পার্শ্ব শিকড় থাকে না। দক্ষিণ-পূর্ব আমেরিকাতে শালগমের পাতা খাওয়া হয় সহকারী খাবার হিসেবে। সচরাচর ছোট পাতাগুলোই খাওয়ার জন্য পছন্দ করা হয় কারণ বড় পাতাগুলোয় কোন কটু স্বাদ থাকতে পারে। তবে বড় পাতা পানিতে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে পুণরায় নতুন পানিতে ভিজিয়ে কটু স্বাদ দূর করা যায়। এর ছোট ও ভাল জাতটি মানুষ গ্রহণ করে। ওজনে শালগমের মূল প্রায় ১ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে, তবে সাধারণত অত বড় হওয়ার আগেই তা জমি থেকে তুলে ফেলা হয়। ছোট শালগমকে পুরোপুরি খাওয়া যায় পাতাসহ। এদের স্বাদ অতটা কটু থাকে না, তাই মূলার মতো সালাদ হিসেবে ব্যবহার করা যায়। শালগম অতি প্রাচীন সবজি। প্রাচীন রোমান যুগেও এটা খাওয়া হত। বড় আকারের শালগম গুলো পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নভেম্বরের প্রথম ভাগ থেকে ডিসেম্বরের শেষ ভাগ বীজ বোনার সবচেয়ে উপযুক্ত সময়৷ শালগম বাংলাদেশ সহ সর্বত্র পাওয়া যায়। শালগম ঔষধ হিসেবে ও ব্যবহার করা হয়ে থাকে।