গাছ চিনুনঃ নাগেশ্বর | 20fours
logo
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৮ ২২:৪৩
গাছ চিনুন
গাছ চিনুনঃ নাগেশ্বর
Desk

গাছ চিনুনঃ নাগেশ্বর

নাগেশ্বর ইংরেজি নাম Iron Wood Tree

নাগেশ্বর বৈজ্ঞানিক নাম Mesua nagassarium (Burm.) Kost (M.ferra Linn.)

জগৎ Plantae

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids

বর্গ Malpighiales

পরিবার Calophyllaceae

গণ Mesua

প্রজাতি M. ferrea

দ্বিপদী নাম Mesua ferrea L.


নাগেশ্বর মাঝারি আকারের চিরসবুজ বৃক্ষ।  সরল, প্রতিমুখ, সরু লম্বাটে ও সাদা আভাযুক্ত চকচকে। এ গাছে অসংখ্য ফুল হয়। এই ফুলের কলিকে নাগকেশর বলা হয়। ফুলের বর্ণ সাদা। স্বাদে সুমিষ্ট ও সুঘ্রাণ বিশিষ্ট। অক্টোবর-নভেম্বর মাসে পরিপক্ক ফল সংগ্রহ করে তা রৌদ্রে শুকিয়ে বীজ হিসাবে ব্যবহার করা হয়। বীজ অনেকদিন পর্যন্ত সংরক্ষন করা যায়। ফেব্রুয়ারি-মার্চ বীজ বপনের উপযুক্ত সময়। অঙ্কুরোদগম হতে ৩-৪ সপ্তাহ সময় লাগে। বীজ তলায় মাটি ও গোবরের মিশ্রন হতে হবে ১:৪ অনুপাতে। চারার দূরত্ব ৪ থেকে ৫ মিটার হওয়া প্রয়োজন। এক হতে দুই বৎসর বয়সের চারা রোপণের জন্য বেশী উপযুক্ত। এই গাছ বাংলাদেশ ও ভারতে জন্মে। নাগেশ্বর গাছের ফুল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।