আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৮ ২২:৪৮
গাছ চিনুন
গাছ চিনুনঃ দৌম
Desk
দৌম বৈজ্ঞানিক নাম Hyphaene thebaica
জগৎ Plantae
বিভাগ Tracheophyta
শ্রেণী Liliopsida
বর্গ Arecales
পরিবার Arecaceae
গণ Hyphaene
প্রজাতি Hyphaene thebaica
দ্বিপদী নাম Hyphaene thebaica (L.) Mart.
দৌম গাছ একটি বীজপএী উদ্ভিদ। দৌম গাছের উচ্চতা ৫৬ ফুট পর্যন্ত হয়। এর বাকল মোটামুটি মসৃণ, গাঢ় ধূসর বর্ণের হয়। গাছের ডাল এক মিটার দীর্ঘ হতে পারে। পাতা ১২০ থেকে ১৮০ সেমি পর্যন্ত হয়। এটি এক বীজপত্রী উদ্ভিদ। এই গাছ বাংলাদেশ সহ উপকূলীয় উত্তর-পূর্ব আফ্রিকা, আরব উপদ্বীপ অঞ্চলে জন্মায়।দৌম গাছের ফল, বাকল, পাতা ঔষধি হিসেবে ব্যবহার করা হয়।