লিচু ইংরেজি নাম Litchi
লিচু বৈজ্ঞানিক নাম Litchi chinensis
জগৎ উদ্ভিদ
শ্রেণীবিহীন সপুষ্পক উদ্ভিদ, য়ুদিকোটস, রোজিডস
বর্গ সেপিন্ডালেস
পরিবার সেপিন্ডাসিয়া
উপপরিবার সেপিন্ডোইডা
গণ লিচি Sonn.
লিচু আমাদের সবার কাছে খুব পরিচিত রসালো ফল। লিচুর গাছ ১০-৩৫ ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে এবং এর ব্যাস সাধারণত ১-১.৫ ইঞ্চি। বাংলাদেশে এটি গ্রীষ্মকালীন ফল এবং এখানে ফেব্রুয়ারিতে এর মুকুল আসে ও ফল সাধারনত মে মাসের দিকে পাকে। বাংলাদেশের সব স্থানেই লিচু হয়, তবে উত্তরবঙ্গের রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে এর ভাল ফলন হয়। এই এলাকার মঙ্গলবাড়িয়া লিচু বড় আকার ও সুস্বাদের জন্য বিশেষ জনপ্রিয়।এছাড়াও ভারত, মায়ানমার, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল সহ বিশ্বের কর্কটক্রান্তি ও মকরক্রান্তিয় বহু দেশে লিচু চাষ করা হয়ে থাকে। লিচুর যেমন পুষ্টিগুণ রয়েছে তেমনি প্রচুর ঔষধি গুনাগুন রয়েছে।