গাছ চিনুনঃ আগরা | 20fours
logo
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ১১:৩১
গাছ চিনুন
গাছ চিনুনঃ আগরা
Desk

গাছ চিনুনঃ আগরা

আগরা বা জামাই নাড়ু বৈজ্ঞানিক নাম Xanthium strumarium

জগৎ Plantae

উপজগৎ Tracheobionta

বিভাগ Magnoliophyta

শ্রেণী Magnoliopsida

উপশ্রেণী Asteridae

বর্গ Asterales

পরিবার Asteraceae

উপপরিবার Asteroideae

গোত্র Heliantheae

গণ Xanthium

প্রজাতি Xanthium strumarium

দ্বিপদী নাম Xanthium strumarium L.,

আগরা বা জামাই নাড়ু একপ্রকারের উদ্ভিদ।  অনেকে ভুল করে এটাকে ঘাগরা ফল ও বলে থাকেন। আগরা গাছটি প্রায় ৩০ - ৪০ সে.মি. লম্বা, পাতাযুক্ত একটি বর্ষীয় গাছ। পাতা একক, একান্তর, তলের ওপরে সামান্য খরতা থাকলেও ইহা রোমশ নয়। পাতা চওড়া, ডিম্বাকার, আয়তাকার, ৮-১২ সে.মি. দীর্ঘ, ৫-৮ সে.মি. চওড়া, প্রান্ত ওঠা বা সভংগ। পুষ্প মঞ্জরী মুণ্ডক, দ্বিপুস্পক। অর্থাৎ এক লিংগবৎ, পুংপুষ্প, স্ত্রীপুষ্প ভিন্ন ভিন্ন গাছে ধরে। পাপড়ি ৫ টা, পুংকেশর ৫ দল। ফল আয়তাকার, উপবৃত্তাকার, ১-২ ছে.মি. দীর্ঘ, ৭-১২ মি.মি. চওড়া। ফলটি জীব-জন্তুর গায়ে এর রোয়াগুলি দ্বারা লেগে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তারিত ও তারপর অংকুরিত হয়ে বংশবৃদ্ধি করে। তদুপরি পানির দ্বারাও ভেসে এই ফলের বিস্তার হতে পারে। এই গাছ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, চীন দেশে জন্মে। এই গাছ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।