কেঁউ ইংরেজি নাম Crepe ginger
কেঁউবৈজ্ঞানিক নাম Cheilocostus speciosus বা Costus speciosus
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Monocots, Commelinids,
বর্গ Zingiberales,
পরিবার Costaceae,
গণ Cheilocostus,
প্রজাতি C. speciosus,
দ্বিপদী নাম Cheilocostus speciosus (J.Konig) C.Specht,
কেঁউ এক ধরনের সপুষ্পক উদ্ভিদ। এটি Costus গণভুক্ত উদ্ভিদগুলোর মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে বেশি চাষ করা হয়। এটি দক্ষিণ এশিয়া ও এর আশপাশের অঞ্চলের উদ্ভিদ। এটি আদা গাছের সমগোত্রীয়। রাইজোম বা কন্দ থেকে এর বংশবৃদ্ধি ঘটে। এছাড়া পাখির মাধ্যমেও এর বীজের বিস্তারণ ঘটে। এই গাছের ফল পাখির খাদ্য। পথের পাশে নিচু জমিতে, খাল ও নদীর ধারে, স্যাঁতস্যাঁতে জঙ্গলে এটি ভাল জন্মে। কেও গাছে বর্ষার পরে সেপ্টেম্বরে ফুল আসে, ডিসেম্বর পর্যন্ত থাকে। লাল পুষ্পমঞ্জরীর উপর সাদা ফুল হয়। এই গাছ বাংলাদেশ, ভারত, চীন ইন্দোনেশিয়া, কুইন্সল্যান্ড, মরিশাস, ফিজি, হাওয়াই, কোস্টা রিকা, ওয়েস্ট ইন্ডিজে এই গাছ জন্মে। এই গাছের নীচের দিকের কান্ড এবং মূল ঔষধরূপে ব্যবহার করা হয়ে থাকে।