গাছ চিনুনঃ জিনসেং | 20fours
logo
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:১২
গাছ চিনুন
গাছ চিনুনঃ জিনসেং
Desk

গাছ চিনুনঃ জিনসেং

জিনসেং ইংরেজি নাম Ginseng

জগৎ Plantae

বিভাগ Magnoliophyta

শ্রেণী Magnoliopsida

বর্গ Apiales

পরিবার Araliaceae

উপপরিবার Aralioideae

গণ Panax L.

জিনসেং মাংসল মূলবিশিষ্ট এক ধরনের বহুবর্ষজীবী উদ্ভিদ। শক্তিবর্ধক টনিক হিসেবে বিভিন্ন দেশে জিনসেংয়ের প্রচলন আছে। জিনসেং শব্দটা উচ্চারণের সাথে যে দেশটির নাম উচ্চারিত হয় সেটি হলো কোরিয়া। জিনসেংকে অনেকে কোরিয়ান ভায়াগ্রা বলে থাকে। জিনসেং হলো গাছের মূল। হাজার হাজার বছর ধরে কোরিয়াতে জিনসেং ওষুধি গুণাগুণের জন্য ব্যবহৃত হয়। বন্য জিনসেং ১০ থেকে ১১ বছর বয়সে প্রথম বারের মত ফুল দেয়। এটি উত্তর গোলার্ধে পূর্ব এশিয়াতে, বিশেষ করে চীন,আমেরিকা, রাশিয়া, সিঙ্গাপুর, তিব্বত, কোরিয়া ও পূর্ব সাইবেরিয়াতে, ঠান্ডা পরিবেশে জন্মে। জিনসেং ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।