চিতা( Ceylon Leadwort) একটি সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Plumbago zeylancia। এটি Plumbaginaceae পরিবারের অন্তভূক্ত। চিতা গাছ লম্বায় ৩ ফুট হয়ে থাকে। এই গাছের পাতা দেখতে অনেকটা তুলসী গাছের মতো হয়। ফুলগুলি অনেকটা চামেলী ফুলের মতো এবং আকারে ছোট হয়। চিতা মূলত দুরকমের হয়ে থাকে। যেমনঃ লাল চিতা, সাধারণ চিতা। পতিত জমি যেখানে সেখানে এই গাছ জন্মে। চিতা গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়। চিতা গাছের মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। চিতা গাছের পাতা বেটে রস বানিয়ে সেবন করলে কৃমি ভালো হয়।
২। অর্শ রোগ হলে চিতা গাছের ছাল সিদ্ধ করে সেই পানি সকাল বিকেল সেবন করলে অর্শ রোগে উপকার পাওয়া যায়।
৩। কুষ্ঠ রোগ হলে চিতা গাছের পাতা বেটে কুষ্ঠের ক্ষতে লাগালে ক্ষত দ্রুত ভালো হয়ে যায়।
৪। চিতা গাছের পাতা বেটে সিদ্ধ করে কুসুম কুসুম গরম খেলে কাশি দ্রুত ভালো হয়।
৫। চিতা গাছের মূল সিদ্ধ করে সেই পানি সেবন করলে মুখেরুচি বাড়ে।